নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্বাস্থ্যসাথী পরিষেবা নিশ্চিত করতে বেসরকারি চিকিৎসার দর বাড়াল প্রশাসন। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির দাবি মেনে নিল রাজ্য সরকার। ১৫-২০ শতাংশ হারে ৩৩টি চিকিৎসা পরিষেবার প্যাকেজ দর বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম মঙ্গলবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর আলাপনবাবু জানান, “সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, হাসপাতাল-নার্সিংহোমের পরিচালকদের সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্যসাথীর বিভিন্ন প্যাকেজ রেট সংশোধন করা হবে। তাদের প্রতি আর্জি ছিল, স্বাস্থ্যসাথীর পরিষেবা দিন। রোগী ফেরাবেন না। কর্তৃপক্ষদের দাবি ছিল, চিকিৎসা-দর যেন বাণিজ্যসম্মত হয়। উভয়পক্ষের আলোচনার পরে কিছু প্যাকেজে রেট বাড়ানো গিয়েছে। ডিসচার্জ এবং অ্যাপ্রুভালের পদ্ধতি দ্রুততর করবে সরকার।“
ইতিমধ্যেই ১,৫৩৭টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলছে। নতুন করে ৪২৫টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এল। বেড়েছে বেড সংখ্যাও।
আরও পড়ুনঃ এবার থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগেও আবশ্যিক টেট
এই মুহূর্তে দৈনিক গড় ৩,৭০০ মানুষ স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছেন। তার জন্য সরকারের দৈনিক খরচ হচ্ছে ৭ কোটি টাকা। এখনও পর্যন্ত ২ কোটির বেশি পরিবার স্বাস্থ্যসাথীর আওতায় এসেছে। ৬৭ লক্ষ মানুষকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়েছে। আরও প্রায় ৮০ লক্ষ মানুষ এর আওতায় আসবেন বলে জানান মুখ্যসচিব।
আরও পড়ুনঃ বাংলায় পরিবর্তন চায় জনতা, লালগড়ে বললেন নাড্ডা
তবে প্যাকেজ রেট বাড়ানোর ফলে প্রায় ২০০ কোটি টাকা খরচ বাড়বে রাজ্য সরকারের। মুখ্যসচিব জানিয়েছেন, “বার্ষিক রাজ্যের কোষাগার থেকে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা খরচ হবে। যত বেশি সংখ্যক মানুষের কাছে এই প্রকল্প পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করছি। দু-চারটে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। তবে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584