হরিশ্চন্দ্রপুরে পাট বোঝাই লরিতে ভয়াবহ আগুন

0
26

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে পাট ভর্তি লরিতে ভয়াবহ আগুন। অল্পের জন্য নিস্তার পেল লরি চালক বিজয় দাস সহ বাংরুয়া গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টা নাগাদ।

huge fire in jute lorry at harishchandrapur | newsfront.co
ভস্মীভূত। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে খবর, এদিন পাট ভর্তি লরিটি বাংরুয়া গ্রামের এক ব্যবসায়ী বিপদ ভঞ্জন সিং-এর গোলা থেকে পাট বোঝাই করে তুলসিহাটা বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে রাস্তার ইলেকট্রিক তারের ঘর্ষণে আগুন লেগে যায় বলে খবর।

দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে দেখে ভয় পেয়ে যায় এলাকাবাসী। লরি চালক বিজয় দাস সোজা গাড়িটি রাস্তার ধারে পুকুরে পাল্টি খাইয়ে প্রাণে রক্ষা পায় বলে জানা যায়। গাড়িতে আগুন লাগার পরেই প্রাণভয়ে গাড়ি থেকে নেমে যান চালক।

huge fire in jute lorry at harishchandrapur | newsfront.co
নিজস্ব চিত্র

গাড়ি চালকের এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তৎক্ষণাৎ স্থানীয়দের তৎপরতায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল গাড়ি আসার আগেই গাড়ির একাংশ সহ পাট পুড়ে ছায় হয়ে যায়।

পাট মালিক বিপদ ভঞ্জন সিং জানান এদিন প্রায় পঞ্চাশ কুইন্টাল পাট বোঝাই করে তুলসিহাটা নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। কিছু নিজস্ব জমির পাঠ ও কিছু ক্রয় করা পাট বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে ইলেকট্রি তারের আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

huge fire in jute lorry at harishchandrapur
নিজস্ব চিত্র

বাঙ্কে থেকে ঋণ নিয়ে শুরু করেছিল ছোটখাটো ব্যবসা। লাভের মুখ দেখার আগেই সর্বস্বান্ত হয়ে পড়ল বিপদভঞ্জন বাবু। কিভাবে ঋণ শোধ করবে তার চিন্তায় কপালে ভাঁজ পড়েছে।

lorry | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তপন দিঘির কাজ পরিদর্শনে সাংসদ

স্থানীয় বাসিন্দা গিয়াসুদ্দিন আহমেদ ও প্রসন্ন কুমার সিং জানান ৮১ নং জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে বাংরুয়া গ্রামের মধ্য দিয়ে বাইপাস রাস্তাটি মেরামত করে ভরাট করা হয়েছে। রাস্তাটি উঁচু হওয়ার ফলে ইলেকট্রিক তার গুলি প্রায় ঝুলে রয়েছে।

তার গুলির সঙ্গে বড় বড় গাছের ডাল লেগে থাকার কারণে অল্প বাতাসে তারে তারে ঘর্ষণে আগুন ঝরে পড়ে। যার ফলে আজ পুড়ে ছাই হলো পঞ্চাশ কুইন্টাল পাট ।ইলেকট্রিক দফতরকে তার গুলিকে টান-টান করতে বার বার বলেও কোন কাজের কাজ হয়নি। যার ফলে আজ এই দুর্ঘটনা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here