রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
ফের মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য। সকাল ৬টা নাগাদ অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-সহ অস্ত্রপাচারচক্রের এক মহিলাকে ফারাক্কা থেকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ব্যক্তির নাম ফুরকান বিবি। ধৃত ব্যক্তি ফরক্কা থানার অন্তর্গত রামরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী হাবিবুর সেখ এবং সে মিলে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ আজ সাংবাদিক সম্মেলনে জানান যে, বেশ কিছুদিন থেকে পাটনার বাসিন্দা এক ব্যক্তির উপর নজরদারি চালানো হচ্ছিল, পুলিশের কাছে খবর ছিল যে সেই ব্যক্তি ফারাক্কার কোন এক ব্যক্তিকে অস্ত্র সরবরাহ করবে।
কিন্তু সেই অস্ত্র হস্তান্তর হয় ঝাড়খন্ডের বরাবরা থানার অন্তর্গত রেল স্টেশনে। পুলিশের কাছে খবর আসে যে অস্ত্র নিয়ে ফারাক্কার বাসিন্দা জেলায় ফিরে আসে।
আরও পড়ুনঃ সাগরদিঘীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১
পুলিশ ব্যক্তিটিকে ধরতে খোঁজ খবর চালায় এবং অবশেষে হাবিবুর সেখকে চিহ্নিত করা হয়। আজ সকাল ৬টা নাগাদ পুলিশের বিশেষ দল রামরামপুরে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে প্রধান অভিযুক্ত হাবিবুর সেখ পালিয়ে যায়, ফুরকান বিবিকে পথে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ব্যক্তির বাড়ি সার্চ করে পুলিশ ৫টি ৯ এমএম পিস্তল, ৪টি দেশি পাইপগান, ১৫৫টি ৮এমএম, ৩২টি ৭.৬৫ এমএম, ২৫টি ৯এমএম , ১টি ৩০৩ এমএম গুলি উদ্ধার করেছে। একই সাথে পুলিশ দুটি ফাঁকা ম্যাগাজিন, এবং একটি নীল রঙের সামসং মোবাইল বাজেয়াপ্ত করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584