ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
#WATCH Migrant workers in very large numbers at Delhi's Anand Vihar bus terminal, to board buses to their respective home towns and villages pic.twitter.com/4nXZ1D1UNn
— ANI (@ANI) March 28, 2020
#WATCH People moving on foot towards their native places in different districts of Uttar Pradesh, in Kalindi Kunj area near Delhi-UP border due to unavailability of transport services in wake of #CoronavirusLockdown. pic.twitter.com/0tLlmFXeFm
— ANI UP (@ANINewsUP) March 27, 2020
দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে পরিযায়ী শ্রমিকদের চরম দুরাবস্থা।
Ghaziabad: Huge number of migrant workers continue to walk along the national highway 9 in Indirapuram, in absence of transport services due to #CoronavirusLockdown. pic.twitter.com/8S1Itr6UXQ
— ANI UP (@ANINewsUP) March 28, 2020
লকডাউন ঘোষণার পর দেশব্যাপী পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা চিত্র দেখা গেল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তেও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে দিল্লির গাজীপুর এলাকায় দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে পুলিশ তাদের আটক করে।
Huge gathering in Delhi's Ghazipur area near Delhi-Uttar Pradesh border as police stopped people from heading to their native places in different districts of UP. #CoronavirusLockdown pic.twitter.com/fNcQ4hcMbH
— ANI UP (@ANINewsUP) March 28, 2020
যানবাহনের অনুপুস্থিতিতে তারা ভারতের রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা অবরোধ করে।
Ghaziabad: Large number of migrant workers reach Lal Kua, after walking on foot from Delhi, Gurugram and other places, and take buses to their respective hometowns amid #CoronavirusLockdown pic.twitter.com/dYB0bimeg6
— ANI UP (@ANINewsUP) March 28, 2020
পরে তাদের ঠাসাঠাসি করে কিছু বাসে গন্তব্যস্থলের দিকে রওনা হওয়ার ছবিও দেখা যায়। তবে যানবাহনের সংখ্যা এতই কম ছিল যে তাদের পদব্রজেই বিভিন্ন গন্তব্যস্থলের দিকে রওনা দিতে হয়।
A group of locals distributes snacks & water to people walking on foot towards their native places in Uttar Pradesh, at Delhi's Ghazipur near Delhi-UP border in wake of #CoronavirusLockdown. pic.twitter.com/haWwVNrVul
— ANI UP (@ANINewsUP) March 28, 2020
সেখানে স্থানীয় মানুষকে সেই পরিযায়ী শ্রমিকদের জল ও খাবার দিয়ে সাহায্য করতেও দেখা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584