মাথাভাঙায় বিজেপি কর্মীর কাটা ধানে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
53

মনিরুল হক, কোচবিহারঃ

পুজোর রেশ কাটতে না কাটতেই আবার রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গেছে মাথাভাঙ্গায়। স্থানীয় এক বিজেপি কর্মীর জমির কাটা ধানে আগুন লাগানোর অভিযোগ উঠে তৃনমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমখন্ড বামুনিয়া গ্রামে।

paddy burnt | newsfront.co
ভস্মীভূত। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কয়েক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার শিলিগুড়িতে, গ্রেফতার ৩

জানা গেছে, স্থানীয় ওই বিজেপি কর্মীর নাম বিপুল বর্মন। তিনি ১০ নং বিজেপির মন্ডল এলাকার আইটি সেলের সদস্য।

বিপুল বর্মনের অভিযোগ, গতকাল বেলা দুটো আড়াইটা নাগাদ আমার বাড়ির উত্তর পাশে নিজস্ব জমির ধান কেটে রাখা হয় সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ আমার ব্যক্তিগত কোন শত্রু নেই, যেহেতু আমি বিজেপি করি তাই দলগত শত্রুতার জেরে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীরা আমার জমির ধান পুড়িয়ে দিয়েছে।

এর আগেও তৃণমূল কংগ্রেস আমাকে হুমকি দিয়েছে। জমির ধান পোড়ানোর বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে নয়া থানার ফাঁড়ির পুলিশ এসে ঘটনা তদন্ত করে গেছে।

আরও পড়ুনঃ দিনহাটায় পথ দুর্ঘটনায় আহত ৩

স্থানীয় বিজেপি নেতা রঞ্জন বর্মণ বলেন, এই ঘটনায় দোষীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে দলের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।

যদিও তৃনমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা ১ নং ব্লক কমিটির সভাপতি মহেন্দ্র নাথ বর্মন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর সঙ্গে দলের কোন যোগ নেই। শুধু শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

মাথাভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, একটা অভিযোগ আমরা পেয়েছি। ওই অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here