সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হামলার অভিযোগ দুই মদ্যপের বিরুদ্ধে

0
65

মালদা,২১ মার্চঃ গ্রামে পুলিশ ডাকার অভিযোগ তুলে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হামলার অভিযোগ দুই মদ্যপের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে জখম এক মহিলা সিভিক ভলান্টিয়ার সহ ৩। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মালদা থানার মুচিয়া অঞ্চলের নজরপুর গ্রামে।
দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদা থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। এদের মধ্যে একজনকে কলকাতা রেফার করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম, সিভিক ভলান্টিয়ার বাসন্তী মন্ডল(২৪), গয়া মন্ডল(৩৫) এবং শম্ভু মন্ডল(২২)। এদের বাড়ি নজরপুর গ্রামে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের আরেক সদস্য সাধন মন্ডল। তিনিও সিভিক ভলান্টিয়ার। অভিযুক্ত উত্তম মন্ডল ও শ্রীদাম মন্ডল এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক।
জানা গিয়েছে, উত্তম মন্ডল ও শ্রীদাম মন্ডলরা রাতে গ্রামের মধ্যে মদের আসর বসায় এবং সেই সময় মালদা থানার পুলিশ গ্রামে হানা দেয়। উত্তমরা সন্দেহ করে সিভিক ভলান্টিয়াররা মদের আসরের খবর দেয় পুলিশকে। পুলিশ চলে যাওয়ার পর সিভিক পরিবারের সদস্যদের সাথে বচসা বাধে উত্তমদের। এরপর ধারালো অস্ত্র নিয়ে সিভিক পরিবারের উপর চড়াও হয় উত্তম এবং শ্রীদাম বলে অভিযোগ।
ধারালো অস্ত্রের কোপে জখম হয় ৩ জন। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় অভিযুক্তরা। রাতেই আহত ৩ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখানে শম্ভু মন্ডলের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা স্থানান্তর করেন চিকিৎসকেরা। তার ডান হাতে গভীর ক্ষত হয় এবং হার কেটে যায়। বাকি দুই জনেরও ডান হাতে ধারালো অস্ত্রের কোপ লাগে। গভীর রাতে পরিবারের লোকেরা কলকাতার উদ্দেশে রওনা দেন শম্ভুকে নিয়ে। তবে কি কারনে এমন ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here