সুদীপ পাল,বর্ধমানঃ
তিনি জলে আছেন, স্থলে আছেন,আছেন অন্তঃরীক্ষে।তাঁর সর্বব্যাপীতা নিয়ে থিমের পুজোয় এবার গলসি ১ মানকর কলোনি দুর্গোৎসব কমিটির আয়োজন ‘সমুদ্রের গভীরে আদ্যাশক্তির আরাধনা’।
পুজো কমিটির সাথে কথা বলে জানা যায়, এবারে পুজো ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে। এই থিম বাছার কারণ মা সর্বব্যাপী।তিনি আছেন সবখানেই। নিখুঁত যত্ন করে থিম সাজাবার প্রয়াস করেছেন পুজো উদ্যোক্তারা।পুজো কমিটির পক্ষে অয়ন কর্মকার বলেন,মূল দরজায় প্রবেশ করলে দর্শনার্থীরা সমুদ্রের গভীরে রয়েছেন এই রকম অনুভুতি প্রদানের জন্য থিমের সাথে আলোকসজ্জা সেইভাবে করা হয়েছে। মন্ডপ থেকে বাইরে বেরিয়ে রয়েছে সামাজিক বার্তা।যা আমাদের ভবিষ্যৎকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলবে।মন্ডপে ভিড় কেমন হচ্ছে?অয়নবাবু বলেন,গতদিনগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মত।আজ অষ্টমী অঞ্জলিতে পাড়ার সদস্য ছাড়াও অনেকেই এসে অঞ্জলি দিয়েছেন। ভালোই দর্শনার্থী হচ্ছে। আশা করা যায় সামনের দিনে তা আরও বাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584