নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ থেকে আপাতত দুটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চলছে। আরও একটি ট্রেন চলাচল শুরু হতে চলেছে। এই পরিস্থিতি ট্রেনে রেলকর্মীদের সংক্রমিত হওয়া রুখতে মালদহ টাউন স্টেশনে শনিবার হিউম্যান বডি টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম চালু করা হল। এবার থেকে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপতে রেল কর্মীদের লাগবে না। এই যন্ত্রটিই করবে।
আজ দুপুরে এই সিস্টেমের উদ্বোধন করেন ডি আর এম যতীন্দ্র কুমার। জেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। শনিবার পর্যন্ত জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৫৪০। করোনা আবহের মধ্যেই মালদহ টাউন স্টেশন দিয়ে পদাতিক এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল এবং দুটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে।
আরও পড়ুনঃ ১ জুলাই থেকে চালু হচ্ছে চন্দননগর-কলকাতা দ্রুতগতির জলযান
এই ট্রেনের যাত্রীদের টিকিট চেক করে ম্যানুয়াল স্ক্রিনিং করে ট্রেনে তোলা হত। এতে রেলকর্মীদের করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকত। তার বিকল্প হিসেবে আজ থেকে মালদহ টাউন স্টেশনে চালু হল হিউম্যান বডি টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম।
এবার যখনই কোনও যাত্রী স্টেশনে আসবে তখনই সিস্টেমে ওই যাত্রীর শরীরের তাপমাত্রা রেকর্ড হয়ে যাবে। যদি কোনও যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি থাকে তবে সিস্টেমে অ্যালার্ম বেজে উঠবে। যদি এমন কোনও যাত্রী পাওয়া যায় তবে জেলা স্বাস্থ্য দফতরকে জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584