রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
দীর্ঘ দিনের প্রথা মেনে বড়ঞা থানার পাঁচথুপিতে শ্রাবণী পূর্নিমা তিথিতে বৃহস্পতিবার রাত্রে শুরু শুরু হল মানব ঝুলন যাত্রা। পাঁচথুপি হাতিবাগানে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি মাহে আলম ও জেলা সাধারণ সম্পাদক বাবাই চৌধুরীর উদ্যোগে এদিন ঝুলন যাত্রার উদ্বোধন করলেন বাংলা চলচিত্র জগতের নায়িকা রিমঝিম গুপ্ত।
রাধা মাধবের ঝুলন যাত্রা হিসাবে বিখ্যাত ঝুলন উৎসব প্রতি বছর অত্যন্ত ধুমধাম করে পালিত হয়।ঝুলন যাত্রা মানে রাধা কৃষ্ণের শৈশব লীলা। দোল পূর্ণিমার পর বৈষ্ণবদের কাছে এটাই সবথেকে বড় উৎসব, মূলত শ্রাবণ মাসে ঝুলন যাত্রা হয় । ঝুলন উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে পাঁচথুপি এলাকা । বিভিন্ন গ্রামের মানুষজন ভিড় করেছেন এই মানব ঝুলন যাত্রা দেখার জন্য । দীর্ঘ দু’বছর করোনার জন্য সেভাবে ঝুলনযাত্রা পালন করা হয়নি,এবার সেই পরিস্থিতি কাটিয়ে উঠে এলাকার মানুষ একত্রিত হয়ে উৎসবে সামিল হচ্ছেন। তবে ধর্মীয় আচার অনুষ্ঠানে পাশাপাশি ছোটদের ঝুলনযাত্রা সাজানোর আকর্ষণ কিন্তু হারিয়ে যায়নি কোনভাবেই আজও নানা ধরনের মানব ঝুলন যাত্রায় সাজানো পাঁচথুপি ও টগরা গ্রাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584