শ্যামল রায়,নবদ্বীপঃবৃহস্পতিবার সকাল থেকে নবদ্বীপ শহরের প্রধান কেন্দ্রবিন্দু উদ্যান রোড তাঁত কাপড় হাট এর সম্মুখে এক অসুস্থ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। ঐ অসুস্থ বৃদ্ধা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন দগদগে শরীরে ঘা কেউ উদ্ধারে এগিয়ে আসেননি সকলেই নাকে রুমাল গুজে তাকে পাশ কাটিয়ে গেছে গন্তব্যস্থলে পৌঁছে যাবার উদ্যোগ দেখা দিয়েছে কিন্তু ফিরে তাকাননি কেউ।
শেষমেষ সংবাদ প্রতিনিধি নজরে আসায় খবর দেয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে।
নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল তড়িঘড়ি পৌঁছে যান নবদ্বীপ তাঁত কাপড় হাট এর সামনে অসুস্থ বৃদ্ধার কাছে।
দ্রুত ওই অসুস্থ ৬৫বছরের বৃদ্ধাকে
ভ্যানে করে দ্রুত নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।
দ্রুত ওই অসুস্থ বৃদ্ধাকে চিকিৎসা ব্যবস্থা করা হয় নবদ্বীপ থানার পক্ষ থেকে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ওই বৃদ্ধার নাম গীতা পাগলি নামে এলাকায় পরিচিত। রানীর ছড়ায় কোন এক বাড়ির পরিত্যক্ত জায়গায় মাঝে মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন অনেকেই। এছাড়াও কখনও কখনও মঠ ও মন্দিরের প্রসাদ খেয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছেন।
কিন্তু অসুস্থ ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে ও নবদ্বীপের ভদ্র মন্ডলী ফিরে তাকাননি অসুস্থ বৃদ্ধার দিকে।
শেষে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল এর উদ্যোগে উদ্ধার হলেন ওই বৃদ্ধা মহিলা এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হল হাসপাতালে।
অনেকেই বলছেন পুলিশের এই ধরনের মানবিক মুখ আজ প্রশংসার দাবী রাখল।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে মানবিক মুখ বলা ঠিক হবেনা আমরা যেকোনো ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে ২৪ ঘন্টা পরিষেবার কাজে যুক্ত থাকি। এই ধরনের কাজে নিজেদেরকে যুক্ত করতে পেরে ভাল লাগল।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584