নিজস্ব সংবাদদাতা,শালবনীঃ
আজ সাধারণতন্ত্র দিবস।বাঁধাধরা ছক থেকে বেরিয়ে এসে আজকের দিনটি অন্যভাবে পালন করলো জঙ্গলমহলের শালবনীর মধুপুর বীণাপাণি উচ্চ বিদ্যালয়।পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার লোকেদের নিয়ে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, দুঃস্থদের শীত বস্ত্র প্রদান।এই অনুষ্ঠানকে রুপদানের পেছনে ছিল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন।আজ এই অনুষ্ঠানে ৩২৫ জন দুঃস্থের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র । তাছাড়াও হাজারেও বেশী মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন।স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মেডিসিনের চিকিৎসা ছাড়াও শিশু, স্ত্রী রোগ,চক্ষু,প্রভৃতি রোগের চিকিৎসার জন্য চিকিৎসক উপস্থিত ছিলেন। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়াও হয়। ছাত্রছাত্রী দের জন্য আয়োজন করা হয় রক্তের গ্রুপ নির্নয় ও রক্তের শর্করা নির্নয়।
আরও পড়ুন: ব্রিজের দাবীতে অবরোধ
সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সুচনা হয়।পরে রামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মুর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী মায়াধীশানন্দ,প্রধান শিক্ষক স্বপন কুমার মিশ্র,সঞ্জয় বিল্লাস, মৃণালকান্তি সেন,পলি পাহাড়ি
প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584