মানিকলাল মেমোরিয়াল ফাউন্ডেশনের মানবিক প্রয়াস

0
52

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউন পরিস্থিতিতে নিজেদের সামর্থ্য মতো দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত গোলাপী চক পঞ্চায়েত এলাকায় একটি বড় অংশের মানুষ দিনমজুর, রাজমিস্ত্রি , রাজমিস্ত্রির জোগাড়দার, মাটি কাটা শ্রমিক, রং মিস্ত্রীর কাজ, লোকের বাড়িতে ঠিকা কাজ ইত্যাদি করে জীবিকা নির্বাহ করে থাকেন।

poket |newsfront.coi
নিজস্ব চিত্র

এই লকডাউনের সময় কিছু সরকারী সাহায্য এঁদের অনেকেই পেয়ে থাকলেও তা পর্যাপ্ত নয়। রবিবার সকালে এই এলাকার ৮৯ টি পরিবারের পাশে দাঁড়ালো মানিক লাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। এদিন সকালে বিগত কয়েক দিনের মতো আজ সকালে এই এলাকার গরিব পরিবার গুলোর হাতে এক সপ্তাহের আলু, পেঁয়াজ, ডাল, সয়াবিন, হলুদ, মুড়ি, বিস্কুট, তেল, সাবান তুলে দেওয়া হয়।

people |newsfront.co
নিজস্ব চিত্র
fish |newsfront.co
নিজস্ব চিত্র
potato |newsfront.co
নিজস্ব চিত্র
lady |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শহরের সঙ্গে গ্রামীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

পাশাপাশি এক দিনের মাছ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নকুল মন্ডল, নলিনী করণ, অর্নিবান সাঁতরা, নেবু সিং,মনোজ সিং সহ অন্যান্যরা। উল্লেখ্য গত শুক্রবার ও শনিবার অন্যান্য সাধারণ সাহায্যের পাশাপাশি তাঁতিগেড়িয়ার শিশু কন্যাকে নিয়ে সমস্যায় থাকা এক পরিচারিকার পরিবার ও জর্জকোটের মুসলিম কুঠি এলাকার ক্যান্সারে আক্রান্ত এক অসহায় মহিলাকে বিশেষ ভাবে সাহায্য করা হয়েছে।

old lady |newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও এর আগে তাঁতিগেড়িয়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তাঁরা তাঁদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াবেন। পাশাপাশি এই কাজে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here