রেজিনগরের তৃণমূল বিধায়ককে হুংকার হুমায়ুন কবিরের

0
205

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুংকার দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবিরের।

Humayun Kabir
হুমায়ুন কবির। নিজস্ব চিত্র

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির গতকাল বিকেলে রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুরের তৃণমূল কংগ্রেসের ব্যানারে আয়োজিত সংবর্ধনা সভায় রীতিমতো হুংকার দিলেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীকে এবং বেশ কিছু নীতিবাক্য শোনালেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির।

Rabiul Alam
রবিউল আলম চৌধুরী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কান্দিতে রাজ্য সড়কের উপরে আচমকাই গাছ পড়ল চলন্ত গাড়ির ওপর, আহত ১

হুমায়ুন কবির এদিন তার বক্তব্যের মাধ্যমে বলেন, তিনি নীতিগতভাবে তার জায়গাতে পরিষ্কার কিন্তু রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসের কাছে ৮০ লক্ষ (৮০০০০০০) টাকার বিনিময়ে বেলডাঙ্গার গরুর হাটে যেরকম ভাবে গরু বিক্রি হয় সেভাবে রবিউল আলম চৌধুরী কার্যত বিক্রি হয়ে গিয়েছেন রাজ্যের শাসক দলের কাছে।

আরও পড়ুনঃ সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে গোলাম রাব্বানীর সঙ্গে উপাচার্যের বৈঠক

পাশাপাশি হুমায়ুন কবির আরও বলেন, তার অনুগামীদের যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে তাহলে তাদের মেরে হাড়গোড় সমান করে দেবেন তিনি। হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন করে চর্চা আর সেই চর্চা নিয়ে জেলার রাজনীতিতে নতুন ভাবে পারদ চড়তে শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here