নাম না করে অধীরকে ফুটো মস্তান আখ্যা প্রাক্তন পুলিশ কর্তার

0
664

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

চেনা রাস্তা, চেনা মুখ তবুও মানুষ টা আজ অচেনা নবাব মুলুকে। খাঁকি পোশাকের বদলে এক সাদামাটা পোশাকেই দিব্যি হেঁটে চলেছেন, পাশে কোন উর্দি ধারী পুলিশ নয়, রয়েছে তৃণমূল জেলা স্তরের নেতা নেতৃত্বরা। আর মুখে মমতা ব্যানার্জীর সুনাম।

Humayun Kabir | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি হুমায়ুন কবীর। নিজস্ব চিত্র

রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছেছে কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন গ্রামবাসীদের থেকে। ইনি হুমায়ুন কবীর। ডঃ হুমায়ুন কবীর, প্রাক্তন পুলিশ কর্তা। বর্তমানে তৃণমূল নেতা।

Foremer police officer | newsfront.co
স্থানীয় বিধায়ককে নিয়েই তৃণমূলের হয়ে প্রচার, প্রাক্তন পুলিশ কর্তার। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলারই পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তিনি দীর্ঘদিন। হেরোইন কারবার, গরু পাচার সহ নানান অবৈধ কাজ নিজ হাতে দমন করেন। আজ সেই মানুষ টাই ভোটের প্রচারে, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে। স্থানীয় বিধায়ক শাওনি সিংহ রায়কে সাথে করে বৃহস্পতিবার সকালেই বেরিয়ে পড়েন।

আরও পড়ুনঃ নজিরবিহীন নমনীয়তা বামেদের, আইএসএফ কে ভাঙর ছাড়ছে লাল পার্টি

Lalbag Motijhil | newsfront.co
নিজস্ব চিত্র

লালবাগ মতিঝিল থেকে কাঠগোলা প্রসাদপুর পর্যন্ত পথসভা করেন তিনি। তৃণমূলের উন্নয়ন মূলক পরিকাঠামো যেমন তুলে ধরেন, তেমনই তোপ দাগেন বিজেপিকে। ২১শের বিধানসভা ভোটে ঝেটিয়ে সাফ করে পদ্মশিবিরকে হিমালয়ে পাঠানোর কথাও বলেও প্রাক্তন পুলিশ কর্তা।

আরও পড়ুনঃ নাড্ডার আলোচনাচক্রে মিঠুনের উপস্থিতির সম্ভাবনা, তুঙ্গে জল্পনা

জেলার পুলিশ সুপার থাকাকালীন বহরমপুর সাংসদের সাথে তার সংঘাত কারুর অজানা নয়। এদিনও ফের জেলায় তৃণমূল নেতার পরিচয়ে পা রেখে সাংসদ অধীর চৌধুরীকে নাম না করে ফুটো মস্তান নামে সম্বোধন করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here