কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মত শারদীয় উৎসব উপলক্ষে পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের পক্ষ হতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। বৃহস্পতিবার বিকালে সালার থানার অন্তর্গত ৬৪ টি শারদীয় পুজো কমিটির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির মহাশয় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রজিৎ মহন্ত।
শারদীয় পুজো কমিটি গুলো সরকারের এই আর্থিক সাহায্যে জন্য বিশেষ করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে পুজো কমিটির পাশে রাজ্য সরকারের এই আর্থিক সাহায্যের পুজোকমিটি গুলোকে আশ্বস্ত করেছে।
আরও পড়ুনঃ ‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই’- প্রমান করল বিহারের হবু আইএএস
শিমুলিয়া পুজো কমিটির একজন সদস্য জানান যে, এবার চাঁদা তুলে পুজো বাজেট ঠিক করতে পারছিলাম না এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে সাহায্য অনেকটা সুবিধা করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584