শতবর্ষ অতিক্রান্ত কামাখ্যাগুড়ি হরিবাড়ি দুর্গা পুজো

0
165

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে।হাতে গোনা কয়েকটি দিন পরে মা আসছে। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হরিবাড়ি দুর্গাপুজো শতবর্ষ পূর্ণ করে এবার ১০১ বছরে। মূলত এই পুজো কামাখ্যাগুড়ির সর্বপ্রথম পুজো আদি পুজো।এই আদি দুর্গা পুজো উৎসব আদি পরম্পরা নিয়ম মেনে করা হয়।মায়ের ডাক সাজের প্রতিমা।আদি কালের পুরোহিত তার বংশ পরিক্রমাগমে পুজো সম্পূর্ণ করা হয়।

মন্দির প্রাঙ্গন।নিজস্ব চিত্র

এছাড়া এই পুজোকে ঘিরে কামাখ্যাগুড়ি হরিবাড়ি প্রাঙ্গণে চারদিন ব্যাপী এক মিলন মেলা হয়ে থাকে। বছর ঘুরে আসার দিনটি অপেক্ষায় এলকার মানুষেরা।  হরিবাড়ি দুর্গা কমিটি সদস্য পাপাই কর্মকার জানান,আমারা একবার নয় একাধিক বার আমরা শারদীয়ার সম্মান পুরস্কার পেয়েছি।এবছরও সেই আশা রাখব আমাদের দুর্গাপুজো উৎসবকে ঘিরে রয়েছে চন্দন নগরের আলোকসজ্জা,মহাষষ্টি থেকে নবমী পর্যন্ত সাস্কৃতিক অনুষ্ঠান।ডাক সাজের মায়ের প্রতিমা,চারদিন ব্যাপী এক মিলন মেলা,পুজো শেষে প্রসাদ বিতরণ ।  আমাদের এই পুজো দেড়মাস আগের থেকে শুরু হয়ছে  প্রস্তুতি।  শারদীয়া উৎসব প্রতিটি বাঙালির ভালবাসার উৎসব।এই পুজো ১৩২৪ বঙ্গাব্দ থেকে শুরু হয়।এবছর এই পুজো ১০১ বছর পূর্ণ হবে।

আরও পড়ুনঃ আগমনীর আবাহনে নান্দনিকের সুর সন্ধ্যায় মুগ্ধতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here