নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিধানসভার দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রায় শতাধিক সক্রিয় কর্মী জেলা সভাপতি আবু তাহের খানের নেতৃত্বে ব্লক সভাপতি আবু সাইদ ও বিধায়কদের হাত ধরে বিজেপির পতাকা ছেড়ে শাসক দলের অর্থাৎ তৃণমূলের পতাকা তুলে নিলেন।
এদিন মহুলা ১নং গ্রাম পঞ্চায়েতের ১৩ জন বিজেপি মেম্বার ও কুমারপুর গ্রাম পঞ্চায়েতের ৬ জন বিজেপি মেম্বার সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দিলেন। এর ফলে বিজেপির দখলে থাকা মহুল ১নং গ্রাম পঞ্চায়েত পুরোপুরি তৃণমূলের দখলে চলে আসল।
আরও পড়ুনঃ রাজ্যসভায় একটি আসনে উপনির্বাচন হবে ৯ আগস্ট, ঘোষণা নির্বাচন কমিশনের
এদিন এক তৃণমূল নেতা জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির উন্নয়নকে দেখে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। আগামী দিনে জেলায় বিরোধী বলে কেউই থাকবে না সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হবেন বলেই আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584