কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্থ গ্রামের শতাধিক বাড়ি

0
57

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

hundreds of house damage for heavy storm
গাছ পড়ে ক্ষতিগ্রস্থ বাড়ি।নিজস্ব চিত্র

গতকালের প্রবল কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ে দেশপ্রান ব্লকের সরদা অঞ্চলের দুরমুঠ,অযোধ্যাপুর,সরদা,কাজলা,হিঞ্চি,পারুলিয়া প্রভৃতি গ্রামে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।বেশীরভাগ ক্ষেত্রে বড় বড় গাছ উপড়ে বাড়ী ছাদে পড়ে ও প্রবলবেগের বাতাসে টালি,অ্যাসবেস্টাস ও ঘাসের চালা গুলির ব্যাপক ক্ষতি করে।

hundreds of house damage for heavy storm
নিজস্ব চিত্র
hundreds of house damage for heavy storm
গ্রামবাসী।নিজস্ব চিত্র
hundreds of house damage for heavy storm
গ্রামবাসী।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড গ্রাম,ক্ষতিগ্রস্থ অশিটি বাড়ি

এই ঘটনায় অনেকে নিরাশ্রয় হয়ে পড়েছেন।ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ দাস,সেক নন্না,সেক হাসান,সেক জাহেদ,সেক রাহেদ,সেক হাবুল,সেক বাউদ্দিন,সেক দিলা প্রমুখ।ক্ষতিগ্রস্থদের অবিলম্বে ত্রিপল,খাদ্যদ্রব্য, গৃহ মেরামতি ও নির্মানের জন্য দেশপ্রান ব্লকের বিডিও,মহকুমাশাসক ও জেলাশাসকের কাছে সরকারী সাহায্যের অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here