মনিরুল হক,কোচবিহারঃ
প্রকাশ্য দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দিনহাটা শহরের প্রান কেন্দ্র ফুলদীঘি সংলগ্ন এলাকায়।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গেছে,এদিন দুপুরে ব্যাংক থেকে চেক ভাঙ্গিয়ে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যাগে করে নিয়ে পুরনো বাস স্ট্যান্ড এলাকায় ডাক্তারের চেম্বারে যাচ্ছিলেন আব্দুল আওলাল মিয়াঁ নামে এক ব্যক্তি। সেই সময় মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী পিছন দিক থেকে ওই টাকা সহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। ওই ব্যক্তির চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন সোখানে জড়ো হন। তাতে কোন লাভ হয়নি বলে জানা গিয়েছে। ওই ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

আরও পড়ুনঃ রাস্তার পাশ থেকে উদ্ধার তাজা বোমা
এবিষয়ে আব্দুল আওলাল মিয়াঁ অভিযোগ, দিনহাটা চৌধুরীহাটে তামাক ব্যবসায়ী জয়চান্দ শুকচান্দ দীর্ঘদিনের কর্মচারী আমি। তিনি আমাকে একটি চেক ভাঙ্গাতে দেন। সকালে গোসানিমারিতে কাজ করার পর দুপুর ১২টা নাগাদ ব্যাংক থেকে সেই চেক ভাঙিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলি। চেক ভাঙ্গানোর পড়ে ওই টাকা নিয়ে তিনি পুরনো বাস স্ট্যান্ড এলাকায় ডাক্তারের চেম্বারে যাচ্ছিলাম। পথে ফুলদিঘী এলাকায় আমার হাতে থাকা ব্যাগ সহ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।আমি চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন সোখানে জড়ো হন। ততক্ষনে ওই দুষ্কৃতীরা টাকা সহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়।পরে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনা খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584