নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার যখন কয়েক কোটি টাকা খরচা করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ভার্চুয়াল সভা করলেন, ঠিক সেইদিনই বিজেপিকে জোর ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস।
পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির দুর্গ বলে পরিচিত গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকা। চন্দ্রকোনা রোডের বিজেপির নেতা ও কর্মীরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যার ফলে খুশি তৃণমূল শিবির। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির চন্দ্রকোনা রোডের পশ্চিম মন্ডলের সহ সভাপতি পবিত্র মন্ডল, সম্পাদক তপন দে, যুব মোর্চার সম্পাদক সাগর দে, কয়েকজন বুথ সভাপতি সদানন্দ দে, গৌর সিং, শিবদাস প্রামাণিক সহ কয়েক শত বিজেপির কর্মী ও সমর্থক। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার নেতৃত্বে এদিন যোগদান করেন তারা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
এদিন মেদিনীপুর ফেডারেশন হলে বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক দীনেন রায়, বিধায়ক শিউলি সাহা,তৃণমূল নেতা মোহাম্মদ রফিক,নিমাই রতন ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতারা।
পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি বলেন, ‘যারা মানুষের পাশে থাকেনি, যারা কেবলমাত্র টিভিও নিউজ পেপারে থাকে তারাই এই সময় কয়েক কোটি টাকা খরচা করে ভার্চুয়াল সভা করে। এদের আসল রূপ মানুষ ধরে ফেলেছে। এরা মুখে এক বলে আর কাজ করে অন্য। তাই এদের সাথে আর মানুষ থাকতে চাইছে না ।তাই বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছেন ।
চন্দ্রকোনা রোডের বিজেপির নেতা ও কর্মী মিলিয়ে পাঁচশোর বেশি বিজেপি কর্মী সমর্থক মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে অমিত শাহকে উপযুক্ত জবাব দিয়েছেন।’ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে দলের হয়ে কাজ করার আবেদন জানান তিনি। সেইসঙ্গে তাদেরকে দলে যোগ্য সম্মান দেওয়ার আশ্বাস দেন অজিত বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584