নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রে পরেশ মূর্মুকে প্রার্থী করার জন্য শতাধিক তৃণমূল কর্মীরা দল থেকে পদত্যাগ করলেন ৷
যাদের মধ্যে রয়েছেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদিকা কল্পনা সিট, ব্লক তৃণমূলের সহ-সভাপতি পবিত্র। যার ফলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে পারে জেলা তৃণমূল কংগ্রেস, এটাই মনে করছে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা ৷
পদত্যাগকারী তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, বিধায়ক একাধিক দুর্নীতির সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন তাই আমরা দুর্নীতিবাজ ও বহিরাগত বিধায়কের সাথে কাজ করতে পারব না তার জন্যই এই পদত্যাগ।
কারণ উনি বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত,পাশাপাশি বিধায়কের আসন গ্রহণ করার পর সমস্তকিছুই নিজের বলে মনে করেন, এমনই অভিযোগ পদত্যাগকারী তৃণমূল নেতাকর্মীদের ৷ পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও কারও সঙ্গে কিছু আলোচনা না করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যান ৷
আরও পড়ুনঃ খড়্গপুর মহকুমা শাসক দফতরে মনোনয়নপত্র জমা এসইউসিআইয়ের
তবে দল পরিবর্তনের প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে কার্যত এড়িয়ে গেলেন পদত্যাগকারী তৃণমূল নেতা-কর্মীরা। তবে এর ফলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে পারে জেলা তৃণমূল কংগ্রেস ,এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584