সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাতে আটকে থাকা মুর্শিদাবাদের শতাধিক শ্রমিক।
জানা যায়, মুর্শিদাবাদ থেকে বেশ কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাতে কাজে আসেন শতাধিক শ্রমিক। এরই মাঝে করোনা ভাইরাস এর আতংকের জেরে রাজ্য সহ দেশ জুড়ে লকডাউন এর ঘোষণা করেন সরকার।
ফলে বিপাকে পড়ে যান মুর্শিদাবাদ থেকে আসা শতাধিক দিনমজুর। ফলে এখানে অসহায় ভাবে দিন কাটতে থাকে তাদের। এর পরেই রাজ্য সরকারকে তাদের বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে আবেদন করেন ওই শ্রমিকরা।
আরও পড়ুনঃ লকডাউন পিরিয়ডে দুঃস্থদের অন্ন দিতে এগিয়ে এলেন, কাউন্সিলররা
সেই মতো শনিবার সকালে বিশেষ বাসে করে ওই সমস্ত শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের সচেষ্ট ভূমিকায় বেজায় খুশি বাড়ি ফেরা মুর্শিদাবাদের শতাধিক শ্রমিক ও তাদের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584