নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
তাজ্জব কাণ্ড! পুকুর খনন করতেই বেরিয়ে এল কালো পাথরের মূর্তি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের নারাদিঘি এলাকায়। এক ফুটের কালো পাথরের মূর্তিটি বিষ্ণুর মূর্তি বলে স্থানীয়দের দাবি। মূর্তিটি হাজার বছরের পুরনো বলে ইতিহাসবিদদের দাবি। মূর্তি উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূর্তিটি দেখতে আশপাশের এলাকা থেকে জড়ো হয় বহু মানুষ। খবর দেওয়া হয় হেমতাবাদ থানায়। মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, এলাকায় একটি পুরোনো পুকুর সংস্কারের জন্য খনন করা হচ্ছিল। তখনই মাটির নীচ থেকে ওই মূর্তিটি পান শ্রমিকেরা। মুর্তিটি এক ফুট উচ্চতার। পায়ের নীচের অংশটি ভাঙা রয়েছে। কালো পাথরের গায়ে বিষ্ণু মূর্তির পাশাপাশি বিভিন্ন নিদর্শন খোদাই করা রয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে পরিবার নিয়ে হতাশায় ডুবে মৃৎশিল্পী
মূর্তি উদ্ধারের ঘটনায় জেলার ইতিহাসতত্ত্ববিদরা জানিয়েছেন, তাঁদের প্রাথমিকভাবে মনে হচ্ছে মূর্তিটি হাজার বছরের পুরানো। কালো পাথরের উপর খোদাই করে বিষ্ণুর রূপ ফুটিয়ে তোলা হয়েছে৷ পাশাপাশি আরো কারুকার্য রয়েছে ওই মূর্তিতে। এখন মূর্তিটি হেমতাবাদ থানায় থাকলেও পরে তা জেলা মিউজিয়ামে রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584