নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আগ্রা গ্রামে। মৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ। যদিও সীমান্ত রক্ষী বাহিনী এই বিষয়ে কিছু জানায়নি।
জানা গিয়েছে, মালদহের হবিবপুর ব্লকের আগ্রা গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকটি এলাকা অসংরক্ষিত অবস্থায় রয়েছে। কয়েকজন বাংলাদেশি গরু পাচারকারী সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। অভিযোগ, অনুপ্রবেশকারীরা বিএসেফের জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায়। পালটা জওয়ানরাও গুলি চালাতে বাধ্য হয় ৷
আরও পড়ুনঃ সুশান্তের অকাল মৃত্যুতে শোকবার্তা মোদী-মমতার
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের গুলিতে ইব্রাহিম শেখের মৃত্যু হয়েছে৷ তার বাড়ি রাজশাহী জেলার পোরষা গ্রামে বলে জানা গেছে। গুলি চালনার খবর পেয়ে বাংলাদেশ বিডিআর জওয়ানরা মৃতদেহটি তুলে নিয়ে যান৷ ঘটনাটি নিয়ে ভারত ও বাংলাদেশ, দুইপক্ষের ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584