পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ছাত্রীরা ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার থেকে অনশন আন্দোলন শুরু করায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য হয়ে উত্তীর্ণের দাবীতে এদিন থেকে অনশন আন্দোলন শুরু করেছে। অনশনরত ছাত্রী আফরিন আসমিন বলেন, আমাদের স্কুলের মোট ৩৬ জন ছাত্রীকে উচ্চ মাধ্যমিকের টেস্টে ফেল করানো হয়েছে। আমরা আমাদের পরীক্ষার খাতাও দেখতে চেয়েছিলাম কিন্তু হেড দিদিমণি খাতা দেখাতে রাজী নয়। স্কুলের দেড়’শ জন ছাত্রীর অভিভাবককে ডেকে মুচলেকা লিখিয়ে নিয়ে পাশ করানো হয়েছে তাহলে আমাদের কেন আটকানো।
আমাদেরকে পাশ না করানো পর্যন্ত আমরা অনশন আন্দোলন চালিয়ে যাব। তাতে মরতে হলে মরে যাবো।
অন্যদিকে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন, এবছর শুরু থেকেই সবাইকে ভালো করে পড়াশোনার কথা বলা হয়েছিল। এমনকি একাদশ শ্রেণীতেও খারাপ ফল করার সময় অভিভাবকদের বৈঠক ডেকে বলে দেওয়া হয়েছিল। শিক্ষকদের সাথে বৈঠক করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বদলের কোনও প্রশ্নই আসে না।
উল্লেখ্য, চলতি সপ্তাহের গত মঙ্গলবার ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩৬ জন উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ছাত্রীরা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণের দাবীতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584