নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি:
প্রতিবাদে আমরণ অনশনে বসলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক কুমার অতনু।আর এই খবর পেয়ে মঙ্গলবার তার সাথে দেখা করতে আসেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ জগন্নাথ সরকার।সেখানে তিনি কার্যতঃ স্বীকার করে নেন যে ওই চিকিৎসকের প্রতি অন্যায় হয়েছে।
তাঁর সঙ্গে কথা বলে অনশন তুলে নেয়ার অনুরোধও জানান।জানা গিয়েছে, গত এপ্রিল মাসে একটি নাসিংহোমে এক বৃদ্ধার মৃত্যু হয়।ওই ঘটনায় নাসিংহোম এবং কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।ওই কেসে কুমার অতনুরও নাম আছে।
তাঁর অভিযোগ তাঁকে জড়িয়ে দেয়া হয়েছে , তাঁর বিরুদ্ধে ৩০৪ ধারায় মামলা করা হয়েছে তাকে এবং নানান ভাবে হেনস্থাও করা হচ্ছে।
এই অপমানের জ্বালায় তিনি হাসপাতালেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন, তার স্ত্রী রাজিতা দত্ত।।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584