টাকা আত্মসাৎ করে স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্ত্রী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে

0
74

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ শ্রমিকদের ফেরৎ দেওয়া টাকা স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ তুলে আদালতের দারস্থ হলেন এক ঠিকা শ্রমিক। টাকা চাইতে গেলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।

মালদা জেলার মোথাবাড়ি থানার আলমটোলা কাত্তিকটোলা বাধ এলাকার ঘটনা। উঠেছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগও,তাই শনিবার মালদহ আদালতের দারস্থ হন ওই ব্যাক্তি।

ছবিঃঅভিষেক দাস

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি থানার শিবুটোলা গ্রামের বাসিন্দা বেচন মন্ডল। তিনি পেশায় ঠিকা শ্রমিক। প্রায় গত তিনমাস আগে এক ঠিকাসংস্থার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয় ভিন রাজ্যে শ্রমিক নিয়ে যাওয়ার জন্য। সেই টাকা দিয়ে তিনি শ্রমিক নিয়ে যান কাজে। কিন্তুু কাজ শেষ না হতেই শ্রমিকেরা বাড়ি ফিরে চলে আসে।বেচন মন্ডল স্ত্রী মিনু মন্ডলকে শ্রমিকদের কাছ থেকে টাকা ফেরৎ নিতে বলে। শ্রমিকেরা তার স্ত্রীকে টাকা ফেরৎ দিয়ে দেয়। কাজ শেষ করে প্রায় তিন মাস পর বাড়ি ফিরে বেচন মন্ডল। ঠিকাসংস্থার লোকেরা তার কাছ থেকে টাকা ফেরৎ চায়। শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকার করে। টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হলে ছুটে আসে শ্বশুর ও শ্যালক। সকলে মিলে বেচন মন্ডলকে মারধোর করে বলে অভিযোগ। এমনকি গায়ে কেরসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। প্রতিবেশীদের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার হন তিনি। পরিবারের লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানাতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ। অবশেষে বাধ্য হয়ে মালদা আদালতের দারস্থ হন তিনি। স্ত্রী সহ শ্বশুর বাড়ীর লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here