পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
বসন্ত উৎসবের দিন নিজের এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে বাসিন্দাদের ভয় দেখানো ও ছিনতাইয়ের ঘটনায় স্বামীকে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রী। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার ২নং ওয়ার্ডের দক্ষিন সুদর্শনপুর ও সেবকপল্লি এলাকায়। ঘটনায় ধৃত ওই মহিলাকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বুধবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলি মিত্র নামে ওই মহিলাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

অভিযোগ, পাড়ার একটি বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারনে, মঙ্গলবার রায়গঞ্জের ২নং ওয়ার্ডে দক্ষিন সুদর্শনপুর ও সেবক পল্লি এলাকায় স্থানীয়দের বাড়িতে গিয়ে হামলা চালায় তাতন মিত্র নামে স্থানীয় এক যুবক। এলাকাবাসীরা ওই বসন্ত উৎসবে যোগ দেওয়ায় তাদের নানা ভাবে হুমকি দিতে থাকে বলেও অভিযোগ।
শুধু তাই নয়, দলবল নিয়ে বেশ কয়েকজন বাসিন্দার বাড়িতে ঢুকে ওই দুস্কৃতি অকথ্য ভাষায় গালিগালাজও করে। এমনকি মহিলাদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ বাসিন্দাদের। পাশাপাশি স্বামীর সাথে তার স্ত্রীও এলাকার কিছু মহিলাদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুনঃ হুগলী নদীতে ডুবলো জাহাজ
এদিকে দিনের পর দিন ওই এলাকায় দুস্কৃতিদের বাড় বাড়ন্ত রুখতে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা। মঙ্গলবার সস্ত্রীক তাতন মিত্র ও তার দলবলের এই হামলার সময় এলাকার মহিলারা তাদের ধরে ফেলে। তারপর শুরু হয় ব্যাপক মারধোর।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের আটক করতে গেলে সে সময় তাতন মিত্র ও তার স্ত্রী কোন রকমে পালিয়ে যায়। এদিকে রায়গঞ্জ থানা এবং রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমারের কাছে সংঘবদ্ধভাবে লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিন সুদর্শনপুর ও সেবকপল্লির বাসিন্দারা।
তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে পলি মিত্র নামে ওই মহিলাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ স্টেশনে এলেই জানা যাবে রোগ
জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৭, ৫০৬/৩৪ আইপিসি, ২৫/২৭, ৩৫৬, ৩২৩, ৩৮৭, ৪৪৮ ধারায় খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতাকে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
তবে মুল অভিযুক্ত তাতন মিত্র পলাতক বলে জানিয়েছেন পুলিশ। এদিন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, “ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও পলাতক। ইতিমধ্যেই আমরা খোঁজ শুরু করেছি। তদন্ত চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584