শ্যামল রায়,নদীয়াঃ
বিয়ের পর থেকেই স্ত্রীর প্রতি সন্দেহ বাড়তে থাকে স্বামীর।বিবাহ বহির্ভূত সম্পর্কের আছে এই সন্দেহে মাঝেমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হতো।দু’বছর আগে এই নিয়ে সম্পর্কের অনেকটাই অবনতি হয়।শেষমেষ স্ত্রী’র বাপের বাড়ির পক্ষ থেকে অনেক বোঝানোর পরে স্ত্রী ফিরে আসে স্বামীর ঘরে।বুধবার রাতে চরম অশান্তি বাধে।অশান্তির সময় স্ত্রীকে বটি দিয়ে মাথায় আঘাত করে।ঘটনাস্থলেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে স্ত্রী। প্রথমে শান্তিপুর হাসপাতাল পরে শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন।স্ত্রী মিতা দেবনাথ।স্ত্রীকে বটি দিয়ে আঘাত করার পরে মানসিকভাবে ভেঙে পড়ে স্বামী দীপক দেবনাথ।সময় নষ্ট না করে রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দীপক।ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার চাঁদনা গ্রামে।
জানা গিয়েছে যে সাত বছর আগে দখিন চাঁদনা গ্রামের বাসিন্দা দীপক দেবনাথের সঙ্গে বিয়ে হয় চাঁদনা গ্রামের প্রলয় দেবনাথের কন্যা মিতা দেবনাথের সঙ্গে।
কিন্তু অভিযোগ যে বিয়ের পর থেকেই স্বামী দীপক তার স্ত্রীর প্রতি সন্দেহ জোরালো হয়।স্ত্রীকে মাঝেমধ্যেই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে অশান্তি ও ঝগড়া বাধে।
গতরাত্রে চরম অশান্তির জেরে স্বামী বটি দিয়ে মাথায় আঘাত মারে। স্ত্রী মারা যাবে এই ভয়ে তিনি ও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584