পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
57

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকায় পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

housewife dead | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় যে আজ দুপুরে স্বামী স্ত্রীর ঝামেলা চলছিল। এমনই অবস্থায় স্বামী তার স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়, যদিও স্থানীয়দের তৎপরতায় মহিলাকে উদ্ধার করে প্রথমে ডোমকল মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ আধিকারিক নয় যেন আত্মীয়! অসুস্থ শিশুর খোঁজ নিতে বাড়িতে হাজির ডোমকলের এসডিপিও

সেখানে অবস্থার অবনতি হলে, কর্মরত চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। অগ্নিদগ্ধ ওই মহিলা পিনজুরা বিবি(৩৫) জানান, স্বামী গোলাম শেখ ও তার অপর স্ত্রী মিলে তাকে আগুন ধরিয়ে দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন। তার কাছে তিন লক্ষ টাকা ছিল সেটা নেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে তারা।

জানাযায়, গোলাম শেখের এক স্ত্রী ছিল, তার পরেও আবার পিনজুরা বিবির সঙ্গে গত ছ’মাস আগে বিয়ে করেন। বেশ কয়েকদিন ধরেই অশান্তি লেগেই থাকত তাদের পরিবারে। দুই সতীনের সংসারে মূলত টানাপোড়েন চলতে থাকে। হঠাৎ আজ গোলাম তার প্রথম স্ত্রীকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় বলে জানা যায়। বর্তমানে তারা দুজনেই পলাতক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here