সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মৃত স্ত্রী-র ছবি গলায় দিয়ে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার বাখরা হাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ এমন ঘটনা সচরাচর চোখে পড়ে না।
স্বামী-স্ত্রী ডিভোর্স বা বিবাহ বহির্ভূত সম্পর্ক চোখে পড়ে এবং তারপরেও স্ত্রীর মৃত্যুর বিগত চার বছর আগের ছবি নিয়ে গলায় ঝুলিয়ে আত্মঘাতী। এমন ঘটনা বিরল এ ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে।
আরও পড়ুনঃ তৃনমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত তুফানগঞ্জ, আহত ৬
দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি এলাকার মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তির নাম সমীর হালদার(৪২)। মৃত ব্যক্তি বাসের কন্ডাক্টার।
স্ত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তার কারণে আত্মঘাতী বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584