পিয়ালী দাস, বীরভূমঃ
নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুনের চেষ্টা করে স্বামী নিজে আত্মঘাতী হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বীরভূমের সিউড়ীর রেলপথের খেরুয়া হল্ট স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পনেরো বছর আগে মাঠপলসার বাসিন্দা মহম্মদ আবু বক্কর এর সাথে মহিষা ডহরী বাসিন্দা আয়েশা বিবির বিবাহ হয়। তাদের তিন সন্তান রয়েছে আয়শা বিবির মা এর দাবি বিয়ের সময় যৌতুক হিসাবে দশ বিঘা জমি দেওয়া হয়েছিল। বিয়ের সময় জামাই আবু বক্কর রাজমিস্ত্রির কাজ করলেও পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং কোন কাজই আর করত না । গত কয়েকদিন থেকে বিয়ের সময় দেওয়া ওই জমি বিক্রির জন্য চাপ দিতে থাকে স্ত্রীকে। তবে স্ত্রী তাতে রাজি হয়না । নেশার জন্য শুক্রবার সকালে টাকা চায় সে স্ত্রীর কাছে । স্ত্রী তা না দেওয়াতে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও মাথায় আঘাত করে ঘর থেকে বেরিয়ে যায় ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করে। গুরুতর জখম অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা বিবি।সিউড়ী থানার পুলিশ জানান , ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584