সিমা পুরকাইত, দক্ষিণ দিনাজপুরঃ
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্যর ডানা বেঁধেছে এলাকায়। স্ত্রীকে মারধর করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় উক্ত ব্যক্তির নামে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ভাষা চোদ্দো নম্বরে।
শনিবার গৃহবধূর শ্বশুর বাড়ি বিষ্ণুপুর থেকে বাপের বাড়ি ফলতা থানার হাসিনা এলাকায় খবর যায় যে তাদের মেয়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূলের উপর বিজেপির অতর্কিত হামলা
পাশাপাশি বাপের বাড়িতে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে গৃহবধূর বাপের বাড়ির লোকজন চলে এসে দেখেন যে আমতলা গ্রামীন হাসপাতাল স্ট্রেচারে তাদের মেয়ের নিথর দেহ শোয়ানো আছে।
এই নিয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার মেজিস্টেটের রির্পোটের পর দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠাবে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম আজমিরা খাতুন(২২), স্বামী সইবুল আলি মোল্লা(২৬) পেশায় রঙ মিস্ত্রি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584