স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

0
38

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

স্ত্রীকে মেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো স্বামী। এর দরুন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার দক্ষিণ কাজীরহাটের লিজিনা মণ্ডলের (২১) সাথে ইসমাইল মণ্ডলের (২৩) তিন বছর আগে বিয়ে হয়েছিল। দেখাশোনা করে মুসলিম ধর্ম মতে বিয়ে হয় তাদের।

police | newsfront.co
নিজস্ব চিত্র

বিয়ের সময় যৌতুক হিসেবে সকল জিনিস পত্র দিয়েছিল লিজিনার বাবা আকবর আলী মণ্ডল। তাদের ১ বছরের একটি পুত্র সন্তান বর্তমান। পুত্র সন্তান হওয়ার কিছু দিন পর থেকেই শুরু হয় লিজিনার উপর অত্যাচার। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে ইসমাইল মণ্ডল ও তার বাবা – মা। কখনও ১০-১৫ হাজার , আবার কখনও ৩০।

এই ভাবে, কখনও জায়গা জমি কিনবে বলে চাপ দিতে থাকে, কখনও বা বাইক কেনার জন্য। তবে মেয়ের সুখের জন্য ধার করে আকবর আলী মণ্ডল টাকা দিতে থাকে।পরবর্তী সময়ে ২০ হাজার টাকা চাওয়ায় তা দিতে না পারায় ৬ মাসের জন্য বাপের বাড়িতে পাঠাইনি লিজিনাকে, বলে অভিযোগ।

আরও পড়ুনঃ  বালাসন নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

এরপর মেয়ের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। অভিযোগ, মঙ্গলবার রাতে লিজিনা মণ্ডল তার বাপের বাড়িতে ফোন করে কথা বলে। তারপর রাত্রি ১ টার সময়ে আকবর আলী মণ্ডলের কাছে ফোন যায় তাদের মেয়ে অসুস্থ অবস্থায় আমতলা হাসপাতালে ভর্তি আছে।

এই খবর শুনে মেয়ের বাড়ির লোক বেরহলে মাঝ রাস্তায় তাদেরকে বলা হয় বিদ্যাসাগর হাসপাতালে আসতে। বিদ্যাসাগরে গিয়ে আকবর আলী মণ্ডল ও তার পরিবারের লোকজন দেখেন তাদের মেয়ের পায়ে, গায়ে, আঙুল ও মুখে থেকে রক্ত বের হচ্ছে। বুধবার সকালে মৃত্যু হয় লিজিনা মণ্ডলের।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগের তীর বিজেপি সাংসদের দিকে

লিজিনার মণ্ডলের বাবা বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ লিজিনা মণ্ডলের শ্বশুর ইব্রাহিম মণ্ডল ও শ্বাশুড়ি মাসুদা মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠিয়েছে পুলিশ এবং ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনেদের হাতে।

ইসমাইল মণ্ডলের পরিবারের লোকজন জানায়, তারা তাদের বৌমা লিজিনার সঙ্গে কোন রকম অশান্তি করত না। ওদের স্বামী স্ত্রীর মধ্যেও কোন অশান্তি হতনা। হঠাৎই মঙ্গলবার রাত্রি ১ টা নাগাদ গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে লিজিনা। তাদের ছেলে ইসমাইল তা দেখে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে স্থানীয় মানুষ জন ও বাবা মা।

লিজিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কলকাতার বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করে তাকে। এর পর আজ সকালে মৃত্যু হয় লিজিনার। এরপর জানাযায় স্বামী ইসমাইল বিষ খেয়েছে। যদিও তা এখনও পরিষ্কার নয়। বর্তমানে ইসমাইল ভর্তি আছে চিত্তরঞ্জন হাসপাতালে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here