জমি বিবাদের জেরে স্ত্রীকে খুন, ধৃত স্বামী ও ছেলে

0
61

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

জমি বিবাদের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী ও ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী আউশা গ্রামে। ঘটনায় গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী ও ছেলেকে গ্রেফতার করেছে। এদিন ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে।

Kill | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, মৃতা ওই মহিলার নাম তহমিনা বিবি (৪৫)। ধৃত স্বামী মমিনুল সরকার (৫০) ও ছেলে রানা সরকার (২২)। ঘটনার পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুরে ফুলবাড়ী আউশা গ্রামের বাসিন্দা মমিনুল সরকার পেশায় একজন ব্যাবসায়ী। তার স্ত্রী তহমিনা বিবি।

আরও পড়ুনঃ ৭ কেজি গাঁজা সহ ধৃত এক যুবক

জানা গেছে মৃতার নামে আছে ৩ একর জমি। সেই জমি নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। এরপরে শুক্রবার সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ডোবা থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ মৃতদেহ উদ্ধার নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনাস্থলে ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস ও গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু।  এরপরে মৃতার বাপের বাড়ির লোকজন গঙ্গারামপুর থানায় স্বামী ও ছেলের নাম লিখিত অভিযোগ দায়ের করেন। গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী ও ছেলেকে গ্রেপ্তার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here