নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দাবি মতো পণের টাকা না মেলায় গৃহবধূকে ভারী বস্তু দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির শেরপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ওই ঘটনার পর থেকে মৃত বধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম মমতা বৈশ্য (২৪)। তাঁর বাপের বাড়ি হেমতাবাদ থানার নওদা গ্রামে। বছর চারেক আগে পেশায় নির্মাণ শ্রমিক যতন বৈশ্যের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পণের টাকার দাবিতে সে স্ত্রীর উপর অত্যাচার করতো বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা
এদিন গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে মৃতার আত্মীয়রা যতনের বাড়িতে এসে উঠোনের মধ্যে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। মৃতার চিৎকার শুনে পাড়ার লোকেরা অভিযুক্ত যতনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584