নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত রামপুরা গ্রামে। মৃতার নাম রাধারাণী পাল। রাধারাণীর বাপের বাড়ির পক্ষ থেকে রাধারাণীর স্বামী ভোলানাথ পালের বিরুদ্ধে পিংলা থানায় খুনের মামলা করা হয়েছে।
পিংলা থানার রামপুরা গ্রামের বাসিন্দা ভোলানাথ পালের সঙ্গে বেলদা থানার তুতরাঙা গ্রামের হীরালাল জানার মেয়ে রাধারাণীর বছর দশেক আগে বিয়ে হয়। জানা যায় যে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। গতকাল রাতে তাদের এই অশান্তি চরম আকার নেয়।
আরও পড়ুনঃ নিউ জলপাইগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ১
বুধবার ভোররাতে ভোলানাথ তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকে রাধারাণী পাল। বুধবার সকালে রাধারাণীর সাত বছরের এক মাত্র পুত্র সৌম্যদ্বীপ পাল তার মাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায়।
আরও পড়ুনঃ বালুরঘাটে সন্তান সম্ভবা মহিলার চিকিৎসায় গাফিলতির অভিযোগ
খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীরা দেখে রাধারাণী পাল মৃত অবস্থায় বাড়ির বিছানার উপর পড়ে রয়েছে। তার প্রতিবেশীরা ফোন করে পিংলা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে পিংলা থানার পুলিশ রামপুরা গ্রামে পৌঁছে প্রায় ২৮ বছর বয়সী রাধারাণী পালের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে এই ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী ভোলানাথ পাল পলাতক। পলাতক ভোলানাথ পালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিংলা থানার পুলিশ। পিংলা থানার পুলিশ রাধারাণী পালের মৃতদেহটি বুধবার ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584