ত্রিকোণ প্রেমের বলি এক মহিলা

0
71

মোহনা বিশ্বাস, হুগলীঃ

ত্রিকোণ প্রেমের জেরে খুন হলেন এক মহিলা। হুগলীর চুঁচুড়ায় ঘটেছে এমন ঘটনা। মৃতার নাম ছবি দে (মন্ডল)। শুক্রবার বেলা ১২টা নাগাদ জেলাশাসক দফতরের সামনেই গলার নলি কেটে খুন করা হয় বছর চল্লিশের ওই মহিলাকে। এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তাঁর বর্তমান স্বামী তারক মন্ডল।

husband murder to his wife | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, চুঁচুড়ার সত্যপীরতলায় থাকতেন ছবি দে(মন্ডল)। দুবছর আগে প্রথমপক্ষের স্বামী দীপঙ্কর দে ও দুই সন্তানকে ছেড়ে প্রেমিক তারকের সঙ্গে থাকতে শুরু করেন ছবি।

বেশ কিছুদিন ধরেই স্বামীর প্রতি টান তৈরি হয় তাঁর। ছবি দে(মন্ডল) ভুলতে পারেননি প্রথম পক্ষের স্বামীকে। এই নিয়ে প্রায়ই তারকের সঙ্গে অশান্তি হত তাঁর।

আরও পড়ুনঃ পটাশপুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

গোপনে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন তিনি। এরপর শুক্রবার স্বামীর সঙ্গে ঘড়িরমোড়ে দেখা করতে গিয়েছিলেন ছবি। এই কথা কোনোভাবে জানতে পেরে যায় তারক মন্ডল।

এই নিয়েই হুগলির জেলশাসক দফতরের সামনের একটি মাঠের ধারে তারক ও ছবির বচসা শুরু হয়। বচসার মধ্যেই রাগ সামলাতে না পেরে ছুরি দিয়ে ওই মহিলার গলার নলি কেটে দেয় তারক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ছবি।

ঘটনার পর তারক মন্ডল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। লকডাউনের কারণে রাস্তা ছিল ফাঁকা। একজন দুজন ছাড়া রাস্তায় বেরোননি কেউই। এর মধ্যেই চুঁচুড়ায় ঘটে যায় এহেন চাঞ্চল্যকর ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here