পিয়ালী দাস, বীরভূমঃ
বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার না করায় স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ স্বামী পল্টু দাসের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুরের। মৃতার নাম পিঙ্কি দাস।

সূত্রের খবর, স্বামীর সঙ্গে পিঙ্কির বনিবনা না হওয়ায় ৬ বছরের মেয়েকে নিয়ে বছর তিনেক ধরে একাই একটি ভাড়া বাড়িতে থাকতেন পিঙ্কি। স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের একটি মামলা রামপুরহাট আদালতে চলছিল।
আরও পড়ুনঃ লালগোলায় হেরোইন-সহ ধৃত ২
অভিযোগ, সম্প্রতি যাওয়া-আসা শুরু করেছিলেন পিঙ্কির স্বামী পল্টু দাস। বধূ নির্যাতনের মামলা প্রত্যাহারের জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিলেন পল্টু চাপ দিচ্ছিলেন বলেও দাবি করেন প্রতিবেশীরা।
এদিন ভোরে পিঙ্কির মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাঁর ভাড়া বাড়িতে গেলে পিঙ্কির গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের দাবি, বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার না করায়, স্বামীই স্ত্রীকে খুন করেছে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে পিঙ্কির স্বামী পল্টু। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584