স্ত্রীকে গুলি করে খুন, যাবজ্জীবন স্বামীর

0
154

মোহনা বিশ্বাস, হুগলীঃ

একবছর আগে স্ত্রীকে গুলি করে খুন করেছিল কোন্নগর করাতিপাড়ার বাসিন্দা শেখ সুলতান আলি। আজ শ্রীরামপুর আদালতে স্ত্রীকে খুন করার অপরাধে স্বামীর সাজা ঘোষনা করলো বিচারক মহানন্দ দাস। যাব্বজীবন ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৭ বছর জেল হলো সুলতানের।

husband-murder-to-wife in konnagar | newsfront.co
শুভলগ্না-সুলতান। ফাইল চিত্র

কয়েক বছর আগে কোন্নগরের বসিন্দা শুভলগ্না চক্রবর্তীর সঙ্গে সুলতানের রেজিস্ট্রি বিয়ে হয়। কিছুদিন যাওয়ায় পর এই বিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন শুভলগ্না। কিন্তু এবিষয়ে সুলতানের অমত ছিল। তাই অবশেষে শুভলগ্না ডিভোর্স চেয়ে মামলা করে।

ডিভোর্সের বিষয়টা মেনে নিতে পারেনি সুলতান। এরপরই শুভলগ্নার প্রতি ক্ষোভ জন্মায় সুলতানের। পুলিশ সুত্রে খবর, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন শুভলগ্না। ওইদিন সন্ধ্যায় বাড়িতে ঢুকতেই শুভলগ্নাদের উপরে আচমকাই চড়াও হয় সুলতান।

আরও পড়ুনঃ কোলাঘাটে বাইক দুর্ঘটনায় মৃত ২

তাঁর সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র দিয়েই শুভলগ্নাকে গুলি করে সে। শুভলগ্নার পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভলগ্নার। বাধা দিতে গেলে অাহত হন শুভলগ্নার বাবা ও মা। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

সুলতানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। সেই খুনের ঘটনায় বুধবার সুলতা‌নকে দোষী সাব্যস্ত করে শ্রীরামপুর আদালত। শেষমেশ আজ শ্রীরামপুর আদালত সুলতানকে যাবজ্জীবনের সাজা শোনান বিচারক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here