শ্যামল রায়,কাটোয়াঃ
কাটোয়া থানার অগ্রদ্বীপের পলতাগাছি গ্রামে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগে গ্রেফতার হলো স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম টুলু বিবি শেখ(৩৮)। টুলু বিবির বাপের বাড়ি পূর্বস্থলী থানার এক গ্রামে।স্ত্রীকে খুন করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে মতি শেখ নামে স্বামীকে।রবিবার মৃত মহিলার দেহ ময়নাতদন্ত হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে মৃত মহিলা তার স্বামীকে নিয়ে বাড়িতে থাকতেন।তাদের দুই ছেলে রাহুল ও ইব্রাহিম।তারা কর্মসূত্রে বাইরে থাকেন।
অভিযোগ যে টুলু বিবি এবং তার স্বামী মতি শেখ দুজনে বাড়ির জমি জমা ছেলেদের অজান্তে বিক্রি করে দিচ্ছিল।জমি বিক্রিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি শুরু হয়।
শনিবার নাগাদ চরম অশান্তি তৈরি হলে রবিবার ভোর বেলা শোবার ঘরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ নেশার টাকা না পেয়ে দিদিকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
জানা গেছে মতি শেখ কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আগামীকাল মোতি সেখকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584