হরষিত সিংহ,মালদহঃ
পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।রবিবার বিকেলে মালদহের বৈষ্ণবনগর থানার লক্ষীপুর পঞ্চায়েতের পালগাছি গ্রামে ঘটনাটি ঘটেছে।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশের কাছে আত্মসমার্পন করে অভিযুক্ত স্বামী
পুলিশ সুত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম টুনি মন্ডল।গত সাত বছর আগে টুনি মন্ডলের বিয়ে হয় বৈষ্ণবনগর থানার লক্ষীপুর পালগাছি এলাকার বাসিন্দা নিপেন মন্ডলের সাথে।বর্তমানে তাদের দুই বছরের এক পুত্রসন্তান রয়েছে।মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ বিয়ের পর থেকেই নানা কারণে তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।এই কারণে টুনি মন্ডল বেশিরভাগ দিনই বাপের বাড়িতে থাকতো।কৃষ্ণপুর ডুবা টোলায়।
রবিবার বিকেলে নিপেন মন্ডল শ্বশুরবাড়ি থেকে টুনি মন্ডল কে নিয়ে যায় নিজের বাড়ি।মাঝপথে প্রকাশ্যে টুনি মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে স্বামী বলে অভিযোগ।গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় টুনি দেবি কে উদ্ধার করে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃত গৃহবধূর পরিবার স্বামী সহ চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বৈষ্ণব নগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ জুনিয়ার চিকিৎসক নিরাপত্তারক্ষী বিবাদ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584