সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
স্ত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণ করে খুনের চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘটেছে ফলতা থানা এলাকার বেলিয়াডাঙাতে।
আহত গৃহবধূ রিনা লায়লা (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি এমআরবাঙ্গুর হাসপাতালে।
জানা যায়, ফলতা থানা এলাকার বাসিন্দা রিনা লায়লার সাথে উস্তি থানা এলাকায় ইয়ারপুরের বাসিন্দা সাজামাল লস্করের দেখাশোনা করে বিয়ে হয় ১৯ বছর আগে। তাদের ৩ সন্তানও রয়েছে।
রিনা লায়লার পরিবারের দাবি, গত পঞ্চায়েত ভোটে স্বামী সাজামাল লস্কর, রিনা লায়লাকে পঞ্চায়েতের প্রার্থী পদে প্রতিদ্বন্দী হিসেবে ভোটে দাঁড় করার পর থেকেই রিনা দেবীকে বিভিন্ন কাজে যেতে হতো। এমনকী ফোনেও তাকে বিভিন্ন বিষয়ে কাজ সামলাতে হতো। কিন্তু স্ত্রীর এই ফোনে কথা বলা নিয়ে স্বামী সাজামাল নস্করের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। এর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয় গত ১০ মাস আগে থেকে। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
গত বুধবার রাতের অন্ধকারে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর উপর অ্যাসিড হামলা চালায় সাজামাল লস্কর। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। ঘটনার পর আহত রিনা লায়লাকে পরিবারের লোকজন প্রথমে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ঘটনায় অভিযুক্ত স্বামী সাজামাল লস্করকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584