বধূ হত্যায় স্বামী সহ চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা

0
85

পিয়ালী দাস,বীরভূমঃ

husband with four lifetime jail for wife murder case
সাজাপ্রাপ্ত অপরাধী।নিজস্ব চিত্র

গৃহবধূ খুনে চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা সিউড়ি আদালতে।আদালত সূত্রে জানা গেছে,বীরভূমের দুবরাজপুর থানা এলাকার যশপুরের বাসিন্দা আল্পনা বাগদীর সাথে ওই থানা এলাকার দেবীপুর গ্রামের বাসিন্দা মিলন বাগদীর বিবাহ হয়।

কিন্তু বিয়ের পর থেকেই অল্পনার উপর চরম অত্যাচার শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজনেরা।গত ১২ই মে ২০১৭ সালে অত্যাচার চরম আকার ধারন করে এবং অল্পনাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। এরপরই তার বাবা নেপাল বাগদি দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুনঃ আশাবরী হত্যা কান্ডে জ্যোতিষীর যাবজ্জীবন,ছাড় নেই রেমিশনেও

সেই ঘটনায় মৃতার স্বামী মিলন বাগদী,শ্বশুড় নুকূল বাগদী,শ্বাশুড়ি পূর্ণিমা বাগদী এবং দেওর কাঞ্চন বাগদীকে গ্রেফতার করে পুলিশ এবং ঘটনার পর থেকে পলাতক হয় আর এক দেওর এবং তার স্ত্রী।সেই মামলায় গত বৃহস্পতিবার স্বামী,শ্বশুড়, শ্বাশুড়ি এবং দেওরকে আই পি সি ৪৯৮ এবং ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত।

শুক্রবার দোষীদের আইপিসি ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা শোনান বিচারপতি পার্থসারথী সেন এবং ১লক্ষ টাকা ক্ষতিপূরণ,অনাদায়ে আরও ২বছর জেল ।এছাড়াও ৪৯৮ ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন এবং ৩ বছরের জেল ও ১০০০০টাকা জরিমানা করেন অনাদায়ে আরও ১ মাসের জেল।

এই প্রসঙ্গে সরকারী আইনজীবী তপন গোস্বামী জানান,”২০১৭ সালের ১২ই মে আল্পনা বাগদীকে তাঁর শ্বশুরবাড়ির লোকজনেরা শ্বাসরোধ করে খুন করে।সেই ঘটনায় চার জনকে গতকাল দোষী সাব্যস্ত করেন জেলা আদালত।

আজকে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এবং ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন অনাদায়ে আরও ২ বছরের জেল।এছাড়াও আই পি সি ৪৯৮ মামলায় চারজনকে ৩বছরের জেল এবং ১০হাজার টাকা জরিমানা করে,অনাদায়ে ১মাসের জেল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here