নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর রিপোর্টে জানানো হল অক্টোবরেই ভারতে শীর্ষে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে দৈনিক সংক্রমণ। রিপোর্টে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়েও সতর্ক করা হয়েছে কেন্দ্রকে।
করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারও। রাজ্যে ৭৯টি সরকারি হাসপাতালে সঙ্কটজনক রোগীদের জন্য বিশেষ ‘হাইব্রিড সিসিইউ’ তৈরির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এই ৭৯ টি সরকারি হাসপাতালে ২৪ শয্যার একটি করে ‘হাইব্রিড সিসিইউ’ থাকবে। ৬ টি বেডে থাকবে ভেন্টিলেশনের ব্যবস্থা। বাকি ১৮টি বেডে থাকবে ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্ট। জরুরী ভিত্তিতে তৈরি করতে হবে এই বিশেষ পরিকাঠামো, নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের।
আরও পড়ুনঃ বিজ্ঞানের অস্কার ‘ব্রেকথ্রু’ পুরষ্কারে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত রসায়নবিদ স্যার শঙ্কর বালাসুব্রমনিয়ম
এছাড়াও, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সংশোধন করে বেসরকারি হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ও নার্সিং স্টাফের সংখ্যা স্থির করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, এর ফলে উন্নতি হবে চিকিৎসা পরিষেবার মানের। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে বেড অনুপাতে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার বা আরএমও-র সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
আরও পড়ুনঃ বুধবার আদালতের নির্দেশের পর বহিষ্কৃত পড়ুয়াদের ক্লাসে ফেরাতে পদক্ষেপ বিশ্বভারতীর
পাশাপাশি, রেজিস্টার্ড নার্সের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেবে রাজ্য এমনটাও জানানো হয়েছে। পাশাপাশি, জরুরি কাজে যাঁরা বিদেশে যাচ্ছেন তাঁদের ক্ষেত্রে কোভিশিল্ডের দ্বিতীয় টিকাকরণের ৮৪ দিনের ব্যবধানের বিষয়টি পরিস্থিতি বিচার করে শিথিল করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584