মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
নতুন বছরেই বড়পর্দায় আসতে চলেছে বর্ষালি চ্যাটার্জী পরিচালিত ছবি ‘বাকি এখনও দুই’। এর আগে বর্ষালি-র পরিচালিত প্রথম ছবি ‘জেনেনা’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
বৃহন্নলাদের জীবনের নানা গল্প উঠে এসেছিল ‘জেনেনা’-তে। ‘বাকি এখনও দুই’-ছবির শ্যুটিং চলাকালীনই তেলেঙ্গানায় গণধর্ষণ ও পুড়িয়ে হত্যা করার ঘটনাটি ঘটে। এইরকম নৃশংস একটি ঘটনাই এই ছবির গল্প। একটি মেয়েকে গণধর্ষণ ও পুড়িয়ে হত্যা করে ক্রিমিনালরা। আর তারই প্রতিশোধ নিতে সেই মেয়েটি ভূত সেজে রিভেঞ্জ নেয় নাকি অন্য কেউ রিভেঞ্জ নিচ্ছে। এখানেই আছে গল্পের টুইস্ট।
থ্রিলারে ভরপুর এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই ফ্রেশার। কোনো জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে না এই ছবিটিতে। ছবির মূলচরিত্রে অভিনয় করেছেন টুয়া সরকার, স্বরাজ ব্রিগেঞ্জা ও সন্দীপ ভট্টাচার্য। ছবির সংগীত করেছেন শান্তনু ঘোষ।
আরও পড়ুনঃধরনায় স্বাস্থ্য দফতরের কর্মীরা
ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতেই। সাফল্যের সঙ্গেই এক ঝাঁক নতুন মুখ নিয়ে মুক্তি পেতে চলেছে স্টার ফিল্ম প্রেজেন্টারের প্রথম ছবি ‘বাকি এখনও দুই’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584