১২টি শো বাতিল হিন্দুত্ববাদীদের হুমকিতে, কমেডি শো বন্ধ করার সিদ্ধান্ত বীতশ্রদ্ধ মুনাওয়ার ফারুকির

0
90

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

জনপ্রিয় কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি আজ এক ইন্সটাগ্রাম পোস্টে লিখলেন আর কোন শো করবেন না তিনি। কারণ হিসেবে মুনাওয়ার জানিয়েছেন দক্ষিণ পন্থী হিন্দুত্ববাদী সগঠনগুলির হুমকির কারণে গত দুমাসে তাঁর অন্তত ১২টি শো বাতিল হয়ে গিয়েছে। এমনকি আজ রবিবার বেঙ্গালুরুতে তাঁর একটি শো ছিল সেটিও আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এই যুক্তিতে আয়োজকদের বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ।

Munawar Faruqui
কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি, ছবিঃ ডেকান হেরাল্ড

চলতি বছরের গোড়ায় এক মাস জেলেও কাটাতে হয় এই কৌতুক অভিনেতাকে কারণ কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী অভিযোগ তোলে শো চলাকালে নাকি হিন্দু দেবতাদের অপমান করেছেন মুনাওয়ার। বেঙ্গালুরু শো বাতিল হওয়ার পরে আজকের ইনস্টাগ্রাম পোস্টে, মুনাওয়ার লেখেন, “ঘৃণা জিতে গেল, শিল্পী হেরে গেল। আমি বীতশ্রদ্ধ, বিদায়। অবিচার।” কমেন্ট সেকশনে মুনাওয়ারের কিছু ফ্যান তাঁকে শো করা বন্ধ না করার জন্য অনুরোধ করেন। সঙ্গীত শিল্পী ও সুরকার ময়ুর জুমানি মুনাওয়ারের ইন্সটাগ্রাম পোস্টে কমেন্ট করেন, “না। আপনি ছাড়ছেন না। আমরা আপনাকে যেতে দেব না”।

গুড শেফার্ড অডিটোরিয়াম কর্তৃপক্ষকে একটি চিঠিতে বেঙ্গালুরু পুলিশ জানায়,মুনাওয়ার ফারুকি একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তাঁর শো “ডংরি টু নোহোয়ার” এর কথা উল্লেখ করে আইন শৃঙ্খলা সমস্যার আশংকা প্রকাশ করে। এছাড়াও বেঙ্গালুরুতে হিন্দু জাগরণ সমিতির মোহন গৌড়াও হুঁশিয়ারি দেন যে তাঁরা অনুষ্ঠানটি হতে দেবেন না।

আরও পড়ুনঃ সাদা কালোয় ‘অপরাজিত’ সত্যজিৎ, অভিনয়ে হাতেখড়ি বছর ৮১-র শমীক বন্দ্যোপাধ্যায়ের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here