নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা বিনোদনজগতে অপরাজিতা আঢ্য এক বহুল পরিচিত নাম। কথাটা বলাই বাহুল্য যদিও। তবু বলা এই কারণে, এই জনপ্রিয়তার কারণেই সবাই অপা দি’র সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়। তাঁর সুচারু অভিনয়ে মানুষ যেমন কাত হয়, তেমনি তাঁর সুমিষ্ট ব্যবহারও জনপ্রিয়তার আরেক কারণ।
আবালবৃদ্ধবনিতা, ফিল্মি এবং নন ফিল্মি সকল মানুষের সঙ্গে পাশের বাড়ির দিদির মতো ব্যবহার করেন তিনি। তাই পরিচিত কিংবা অপরিচিত সকলের কাছে তিনি অপা’দি। আর ঠিক এখানেই হয়েছে বিপদ। তাঁর নামে গোটা চার-পাঁচেক ফেক অ্যাকাউন্ট খুলে বসে আছে কেউ। অথচ শেষ আট-দশ বছর ধরে তাঁর এক কালের অ্যাকাউন্টটি বন্ধ। সেখানে কোনও খবর কিংবা ছবি পোস্ট করেন না তিনি। বাকি যে অ্যাকাউন্ট গুলিতে Aparajita Auddy কিংবা Auddya লেখা আছে নামে সেগুলো তিনি নন বলে একটি ভিডিও বানিয়ে পরিচিতদের কাছে পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘রক এন্ড রোল’ খ্যাত কিংবদন্তি গায়ক লিটিল রিচার্ডের জীবনাবসান
সুতরাং যারা সেই সব ফেক অ্যাকাউন্ট-এর সঙ্গে জড়িত এবং নানা কথা জানতে চাইছেন এবং উত্তর পাচ্ছেন তিনি আসলে অপরাজিতা আঢ্য নন। তাই সেখানে আলোচিত কোনও কথার দায় তাঁর নয়। সকলের ভ্রান্ত ধারণা ভেঙে দিলেন তিনি। অপরাজিতা আরও জানান, তাঁর একটি ফেসবুক ফ্যান পেজ আছে সেটা অন্যরা চালায়। কিন্তু কোনও অ্যাকাউন্ট নেই বলে তিনি সাফ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584