নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্বেচ্ছাসেবী সংস্থা ‘রুবারু’র বিশেষ উদ্যোগ ‘আই গ্ল্যাম মিসেস বেঙ্গল’। বিবাহিত, ডিভোর্সি এবং বিধবা মহিলারা অংশ নেন এই ফ্যাশন শো-তে।
মেয়েদের জীবনে বিয়ে হয়ে যাওয়া কিংবা ডিভোর্স হয়ে যাওয়া কিংবা স্বামীকে হারানো মানেই কেরিয়ার শেষ হয়ে যাওয়া এমনটা মনে করেন না ‘আই গ্ল্যাম রুবারু’র ম্যানেজিং ডিরেক্টর দেবযানী মিত্র। তাই এহেন আয়োজন করা হয় ‘রুবারু’র তরফে।
রুবারু ডোমেস্টিক ভায়োলেন্স এবং শিশু পাচারের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়াও তাদের আছে আরও অনেক কর্মসূচী৷ পিছিয়ে পড়া মেয়েদের পাশে দাঁড়ায় এই সংস্থা।’আই গ্ল্যাম মিসেস বেঙ্গল, রুবারু’ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর, গোল্ডেন টিউলিপে।
আরও পড়ুনঃ মুক্তি পেল ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার
অংশ নেবেন প্রায় ৫০ জন কনটেসট্যান্ট৷ এঁদের মধ্যে থেকে সেরা তিনজন অংশ নিতে পারবেন ‘রুবারু মিসেস ইন্ডিয়া, ২০২০’তে। এরপর সেখানে নিজেদের গুণ দেখাতে পারলে সুযোগ পাবেন আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের। এমনটাই জানিয়েছেন ‘আই গ্ল্যাম রুবারু’র ম্যানেজিং ডিরেক্টর দেবযানী মিত্র।
আরও পড়ুনঃ বড়দিনে ডিজিটালে আসছে ‘কুলি নং ১’
সবরকমের স্বাস্থ্যবিধি মেনেই চলবে কর্মযজ্ঞ- জানানো হয় সংস্থার তরফে। কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত ইভেন্টের ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বি বনি বডি কেয়ার প্রাইভেট লিমিটেড’-এর সর্বময়ী কর্ত্রী মৌসুমী মিত্র।
তিনি বিচারকের আসনে থাকছেন। এ ছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। তিনি ‘আই গ্ল্যাম মিসেস বেঙ্গল, রুবারু’র জুড়ি মেম্বার৷ ছিলেন মডেল নিক রামপাল সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584