সোস্যাল মিডিয়ায় পাকিস্তানকে ‘আই লাভ ইউ’, শাস্তি দিল স্থানীয় যুবকরা

0
131

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

I love you Pakistan write on social media hitted by youth
নিজস্ব চিত্র

ভারতে থেকে পাকিস্তানকে ‘আই লাভ ইউ’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য নিগ্রহের স্বীকার এক যুবক। জানা গেছে,মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকায় অর্ঘ দে নামে এক যুবক সোশ্যাল মিডিয়ায় এরূপ মন্তব্য লিখে পোস্ট করেন।পাকিস্তানকে “আই লাভ ইউ” বলেও লেখেন।

I love you Pakistan write on social media hitted by youth
অর্ঘ্য দে।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূল সোস্যাল মিডিয়া সেলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা

I love you Pakistan write on social media hitted by youth
বাড়িতে ক্ষুব্ধ যুবকরা।নিজস্ব চিত্র

ভাইরাল হয়ে যায় ওই পোস্ট। পরে এলাকাবাসীরা ঐ যুবকের বাড়িতে চড়াও হন। অর্ঘ্যকে বাড়ির বাইরে এনে কানধরে ওঠবস করানো হয়। পরে খবর পেয়ে,ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঐ যুবককে উদ্ধার করে।জানা গিয়েছে, অর্ঘ্যের বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি।

I love you Pakistan write on social media hitted by youth
জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

কিন্তু ঘটনার পর অর্ঘ্যের নিরাপত্তার স্বার্থেই পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে।যুবকের বিরুদ্ধে থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি।তবে কেন ওই যুবক এই কাজ করল,তা খতিয়ে দেখছে পুকিশ।ঘটনার আতঙ্কে ঘরছাড়া অর্ঘ্যের পরিবারের সদস্যরা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার বলেন,যথোপযুক্ত আইনী ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও তিনি উল্লেখ করে বলেন,আইন নিজের হাতে তুলে নেবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here